ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দফা দাবিতে শ্রমিক-মালিক ঐক্য সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
সোমবার সকাল ৬টা থেকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মিনিবাস মালিক সমিতি যৌথভাবে এ ধর্মঘট পালন করছে।
জানা যায়, ৮টি গাড়ি পুড়িয়ে দেয়ার বিচার, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, শহরের সুলতানপুর-কাউতলী রোডে যান চলাচলের পর্যাপ্ত জায়গাসহ ৬ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দেয় ব্রাহ্মণবাড়িয়ার শ্রমিক মালিক ঐক্য সংগ্রাম পরিষদ।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।