ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজ্য দোনেস্কের জনগণ স্বায়ত্তশাসনের পক্ষে ভোট দিয়েছে। ওই অঞ্চলে ৯০ ভাগ ভোটার স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, ৭৫ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যাদের ৮৯ ভাগ স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছে।
কমিশন আরও বলেছে, ভোটারদের ১০ ভাগ স্বায়ত্তশাসনের বিপক্ষে ভোট দিয়েছেন।
তবে ইউক্রন এ গণভোটকে রাশিয়া পরিচালিত ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছে।
অপরদিকে পশ্চিমা বিশ্বও এ গণভোটের নিন্দা জানিয়েছে।
বিশৃঙ্খলা ও সহিংসতার মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে ইউক্রেন সরকারের সশস্ত্র বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।