যশোরে পুলিশের গুলিতে শিবির নেতা নিহত

0
341
Print Friendly, PDF & Email

যশোর প্রতিনিধি- যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় পুলিশের গুলিতে সোলায়মান হোসেন নামে ছাত্রশিবিরের এক নেতা আহত হয়েছেন। আহত সোলায়মান উপজেলার বনগ্রামের নজরুল ইসলাম বিশ্বাসের ছেলে। তিনি যশোরের হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান (সম্মান) প্রথম বর্ষের ছাত্র এবং বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোলায়মান জানান, শনিবার দুপুরে তিনি বসুন্দিয়া বাজারে ধান বিক্রি করতে যান। এ সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গাজীপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, রাত ১০টার পরে চোখ বেঁধে পুলিশ তাকে নিয়ে যায় প্রেমবাগ এলাকায়। সেখানে নিয়ে তার পায়ে গুলি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, রাত ১২টায় সোলায়মানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যোগাযোগ করা হলে অভয়নগর থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, আটক শিবিরনেতার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে গেলে ওঁৎ পেতে থাকা সঙ্গীরা তাকে ছিনিয়ে নেবার চেষ্টা চালায়। ওই সময় পুলিশের গুলিতে সে আহত হয়। আহত সোলায়মানের কাছ থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলেও ওসি দাবি করেন।

শেয়ার করুন