রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

0
168
Print Friendly, PDF & Email

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটি এবং মানবাধিকার সংগঠন মহিলা পরিষদের বিশ্ববিদ্যালয় শাখায় লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুস সালামের বিরুদ্ধে এ যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থীরা।

অভিযোগসূত্রে জানা যায়, প্রাণিবিদ্যা বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থীরা গত ১৫ এপ্রিল কক্সবাজার ও বান্দরবানে শিক্ষা সফরে যান। ওই সফরে তাদের সাথে বিভাগের শিক্ষক আবদুস সালামও ছিলেন। সফরকালে তিনি কয়েকজন ছাত্রীর সাথে যৌন হয়রানিমূলক আচরণ করেন। বিষয়টি অন্য শিক্ষকদের জানানো হলে অভিযুক্ত শিক্ষক আবদুস সালাম ক্ষিপ্ত হয়ে ওই ব্যাচের শিক্ষার্থীদের ব্যবহারিক নম্বর না দেয়ার হুমকি দেন। শিক্ষা সফর শেষে ক্যাম্পাসে এসে গত ২৮ এপ্রিল অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা।

কিন্তু বিষয়টি নিয়ে বিভাগ কোনো ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি এবং মানবাধিকার সংগঠন মহিলা পরিষদের বিশ্ববিদ্যালয় শাখা বরাবর অভিযোগ দেন।  

তবে অভিযুক্ত শিক্ষক  আবদুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষা সফরে আমি স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছিলাম। একটি মহল এমন অপপ্রচার চালিয়ে আমার সম্মানহানি করার চেষ্টা করছে বলেও জানান তিনি।  

যোগাযোগ করা হলে প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি এএসএম শফীকুর রহমান জানান, ভুল বোঝাবুঝি থেকে বিষয়টির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা যে অভিযোগটি দিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।   

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা কানিজ কেয়া বলেন, শিক্ষার্থীদের অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি। কমিটির নীতিমালা অনুযায়ী ঘটনা তদন্তের আগে এ ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

শেয়ার করুন