অঙ্কে একটু দুর্বল ছিলাম। চেষ্টা ছিল কীভাবে আরো ভালো করতে পারি। পরবর্তীতে এসএসসিতে ৯৭ পেয়েছি। এই সাফল্যের সব অবদান মায়েরই, বললেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মায়ের কথা স্মরণ করে তিনি বলেন, ছোটবেলায় সকালে ঘুমোলে মা বকতেন। বাবা খুব আহ্লাদ করতেন।
রোববার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাজেট ভাবনা: সংগ্রামে উন্নয়নে দারিদ্র বিমোচনে মা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ব মা দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা ডরপ ও দৈনিক ইত্তেফাক এ আলোচনার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, বর্তমানে ৩৭ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। তা কমিয়ে আনার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের যে অর্থ বরাদ্দ হয় তা আমাদের নিজস্ব বাজেট থেকে। কারো কাছ থেকে তা আসে না।
স্পিকার বলেন, বর্তমান সরকারের সময়ে ৪০টি মন্ত্রণালয় ও বিভাগ জেন্ডার সংবেদনশীল বাজেট এর আওতায় এসেছে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে একজন নারী উদ্যোক্তা ২৫ লাখ টাকা ঋণ নিতে পারেন।
সভার বিশেষ অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আগামী বাজেট হবে আড়াই লক্ষ কোটি টাকার বাজেট। এই বাজেটের প্রধান বার্তা হবে, মানব সম্পদের উন্নয়ন। স্বাস্থ্য, শিক্ষা, নারী, শিশু, প্রতিবন্ধী এসব ক্ষেত্রে উন্নয়ন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ইতিবাচক হস্তক্ষেপের মাধ্যমে নারীদের সামনে আনার চেষ্টা করছে। গ্রামের স্কুলগুলোতে মেয়েদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
সংসদ সদস্য শিরীন আক্তার বলেন, শুধু পোশাকই নয়, নির্মাণ, কৃষি সব জায়গায় নারীরা অনেক বেশি সংখ্যায় কাজ করছে। ঝুঁকিপূর্ণ মাতৃত্ব এখনও রয়েছে। এটা কমাতে বাজেটে আমাদের বিশেষভাবে নজর রাখা প্রয়োজন।
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাস্কর্য শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনী, কবি রুবী রহমান, একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির, র্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ কমিশনার সাদিরা খাতুন, ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মুক্তা ধর, সাংবাদিক নাদিম কাদের, সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী প্রমুখ।
মূল বক্তব্য উপস্থাপন করেন ডরপ প্রতিষ্ঠাতা এএইচএম নোমান ও দৈনিক ইত্তেফাকের মহিলা অঙ্গন বিভাগীয় সম্পাদক রাবেয়া বেবী।