কালো গ্লাসের গাড়ি নিয়ে পুলিশের হাতে আটক হলেন এক ভুয়া সাংবাদিক। রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বিজয় সরণী মোড়ে তার গাড়ির গতিরোধ করে পুলিশ। পরে ভুয়া সাংবাদিক প্রমাণিত হওয়ায় গাড়ির মালিক সাজিদ আলম সনিকে (৩০) আটক করা হয়।
রাজধানীর তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার রাজিব ফরমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কালো রংয়ের গাড়ি যাওয়ার সময় আমরা গাড়ি থামাই। এ সময় সাজিদ নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। তিনি ‘নতুন ভোর’ নামে পত্রিকার যশোর বিভাগের চিফ রিপোর্টার বলে জানান।
এরপর তার কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া গেলে ঘটনাটি সাংবাদিকদের জানানো হয়। পরে সাংবাদিকদের সঙ্গে তার কথাবার্তায় তিনি ভুয়া হিসেবে প্রমাণিত হন।
সহকারী পুলিশ কমিশনার রাজিব ফরমান আরো জানান, কালো গ্লাস লাগানোর অভিযোগে ভুয়া সাংবাদিক সাজিদের গাড়ি ও তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।