নিহতদের বাসায় মতিয়া চৌধুরী

0
177
Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ নিহত সাতজনের বাসায় গিয়ে তাঁদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আজ রোববার সকালে কৃষিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ও সোনারগাঁয়ে গিয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় মতিয়া চৌধুরী তাঁদের সান্ত্বনা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় মর্মাহত। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া, পুলিশ সুপার খন্দকার মুহিদউদ্দিন প্রমুখ ছিলেন।
২৭ এপ্রিল দুপুরে প্যানেল মেয়র ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন অপহূত হন। পরে শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।

শেয়ার করুন