কুষ্টিয়া হাউজিংয়ে জমি-জমা সংক্রান্তের জের ধরে ভাইয়ের হাতে জহুরা খাতুন (৫০) নামে এক বোন খুন হয়েছে৷ শনিবার রাত ৮টার দিকে হাউজিং এ বস্নক-৩৮ নং বাসায় এ ঘটনা ঘটে৷
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাউজিং এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী জহুরা খাতুনের সাথে তার ভাই সলেমান শেখের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো৷ ওইসব বিরোধপূর্ন জমি নিয়ে শনিবার রাতে তাদের মিমাংসার জন্য ওই বাড়িতে বসার কথা ছিলো৷ এঘটনার জের ধরে রাতে জহুরা খাতুনের স্বামী বাইরে থাকায় সলেমান শেখ ও তার পুত্র শামীম মিলে জহুরাকে কুপিয়ে হত্যা করে৷ এঘটনার পর হত্যাকারী পলাতক রয়েছে৷
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদনত্মের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে৷