নিখোঁজ বৃটেন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবুরের সন্ধান দাবিতে রোববার সুনামগঞ্জে জেলা বিএনপির ডাকা আধাবেলার হরতাল চলছে।
সকাল থেকে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ি পয়েন্ট, উকিলপাড়া পয়েন্ট, বকপয়েন্ট, ওয়েজখালিসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পিকেটিং করছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার দুপুরে যুবদল নেতা আলী আকবর চৌধুরীকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, জেলার দিরাই, ছাতক, তাহিরপুরসহ সবক’টি উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।
এর আগে ৪ মে (রোববার) সুনামগঞ্জ থেকে সিলেটে নিজের বাসায় যাওয়ার পথে মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক সোহেল নিখোঁজ হন।
এর দুইদিন পর ৬ মে এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুজিবুরের ভাগনি জামাতা রাবউল ইসলাম।
মুজিবুর রহমানের সন্ধান দাবিতে রোববার সুনামগঞ্জ জেলায় হরতাল কর্মসূচি পালন করছে জেলা বিএনপি।