চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-৩-এর অনারারি চিকিৎসক মোমিনুল ইসলামকে (২৮) বেধড়ক পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর হাসপাতালে ব্যাপক বিক্ষোভ করেন চিকিৎসকরা। রাতে জরুরি বিভাগ প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।
প্রিন্সিপাল ইসমাইল খান সকালে গেট খুলে দিলেও ইন্টার্ন চিকিৎসকদের হুমকিতে রোববার সকাল থেকে জরুরি বিভাগের চিকিৎসাসেবা আবারও বন্ধ হয়ে যায়।