কুষ্টিয়ার ভেড়ামারায় বিদেশী পিস্তলসহ কুখ্যাত ডাকাত মোফাজ্জেল হোসেন মোফাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ৷ শনিবার ভোরে উপজেলার চাঁদগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ভেড়ামারা মডেল থানা পুলিশ জানায়, মোফাজ্জেল ডাকাত ভেড়ামারা-কুষ্টিয়া সড়কের চাঁদগ্রাম সোনাউল্লাহর মোড় এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছিল৷ খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে৷
এ সময় তার কাছ থেকে আমেরিকান তৈরি সেভেন পয়েন্ট সিঙ্ ফাইভ উদ্ধার করা হয়৷ মোফাজ্জেল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুরা ঠাকুরপাড়া গ্রামের মসের মন্ডলের ছেলে৷
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম জানিয়েছেন, মোফাজ্জেল একজন কুখ্যাত আন্তঃজেলা ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী৷ তার বিরুদ্ধে দৌলতপুর ও ভেড়ামারায় ডাকাতি ও অস্ত্র আইনে অন্তত অর্ধডজন মামলা রয়েছে৷