নওগাঁর ধামইরহাটে শত্রম্নতার জের ধরে ইরি বোরো ধান বিনষ্ট

0
173
Print Friendly, PDF & Email

নওগাঁর ধামইরহাটে শত্রম্নতার জের ধরে এক অসহায় কৃষকের ইরি বোরো আধাপাকা ধান বিনষ্ট করেছে দুবর্ৃত্তের দল৷ ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গাংরা গ্রামের মৃত সামসুদ্দিনের পুত্র আমিনুর রহমান ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত নিজ ভোগ দখলীয় কৈগ্রাম মৌজায় ৬৩ শতাংশ জমিতে ইরি বোরো ধান চাষ করে৷ ধানগুলো আধাপাকা অবস্থায় গত ৫ মে রাত আনুমানিক ১০টার দিকে একই গ্রামের জনৈক ব্যক্তির নেতৃত্বে ১০-১২ জনের একটি দুবর্ৃত্তের দল ধানগাছগুলোর মাথা কেটে নিয়ে যায়৷ এতে কৃষক আমিনুলের প্রায় ৬৫ হাজার টাকা ৰতি সাধিত হয়৷ এব্যাপারে আমিনুল ইসলাম বাদী হয়ে গত ৭ মে ১১ জনকে আসামী করে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলা নং-৫৷ ৰতিগ্রসত্ম কৃষক আমিনুর রহমান বলেন, দুবর্ৃত্তের দলটি দাঙ্গাবাজ প্রকৃতি লোক৷ তারা আইন আদালত কিছুই মানতে চায় না৷ তাদের ভয়ে আমি ও আমার পরিবার প্রায় ২ বছর যাবত নিজ গ্রামে যেতে পারিনা৷ বিবাদী বাড়ীর পাশদিয়ে আমার গ্রামের বাড়ীতে যাওয়ার রাসত্মা৷ আমি বাড়ী গেলে যে কোন সময় আমার উপর অর্তকিত হামলা চালাবে বলে হুমকি প্রদান করছে৷ এব্যাপারে ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গাংরা গ্রামের মৃত কমির উদ্দিনের পুত্র মাজেদুর রহমান (৩০) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে৷#

শেয়ার করুন