ঐশ্বরিয়া রায় বচ্চনের সাবেক প্রেমিক হিসেবে সবাই জানে সালমান খান ও বিবেক ওবেরয়ের নাম। এখন অভিষেকের সাথে বিয়ের সাত বছর পর ঐশ্বরিয়ার জীবনে এসেছে নতুন ‘সাবেক প্রেমিক’। নিরোশান দেবপ্রিয় নামের এই প্রেমিক একজন শ্রীলঙ্কান।
নিজেকে ঐশ্বর্যের প্রেমিক দাবি করেই ক্ষান্ত হননি দেবপ্রিয়, বলছেন ঐশ্বরিয়ার বিয়ের কারণে ক্ষতিগ্রস্থও হয়েছেন তিনি। আর তাই অভিযোগ দায়ের করেছেন বচ্চন পরিবারের বউয়ের নামে।
নিরোশানের অভিযোগ, বিয়ের আগে ঐশ্বরিয়ার সাথে তার প্রেম ছিল। বিয়ে হয়ে যাওয়ার পর নাকি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন দেবপ্রিয়া। এতে তিনি ক্ষতিগ্রস্থ হয়েছেন।
শোনা যাচ্ছে, এ বিষয়ে নিরোশান একজন আইনজীবীও নিয়োগ করেছেন।