আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, ‘শেখ হাসিনা কোনো অপরাধীকেই ক্ষমা করেন না। প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করেন।’
শনিবার জাতীয় প্রেসক্লাব সম্মুখে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জের ৭ খুনের আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য এবং র্যাব-পুলিশ ও জেলা প্রশাসককে প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতীয় গণতান্ত্রিক লীগ, কাজী আরেফ ফাউন্ডেশন, ন্যাপ-ভাসানী এ সমাবেশের আয়োজন করে।
হুমায়ুন বলেন, ‘এদেশে খুন ও গুমের রাজনীতি শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ও বিএনপির নেতারা। জেনারেল জিয়াউর রহমান মাহফুজুর রহমান বাবুকে গুম করিয়েছিলেন।’
সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, আওয়ামী লীগের সহ সম্পাদক এম.এ করিম, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল প্রমুখ।