মেক্সিকোর বিশ্বকাপ দলে চমক নেই

0
163
Print Friendly, PDF & Email

মেক্সিকোর বিশ্বকাপ দলে কোনো চমক নেই। দলে জায়গা পেয়েছেন সব তারকা ফুটবলাররাই।
 
ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর নেতৃত্বের ভার থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার হাভিয়ের হার্নান্দেজ ও ভিয়ারিয়ালের জিওভানি দস সান্তোসের ওপর। তবে অভিজ্ঞ রাফায়েল মাকুয়েজ ও কার্লোস সেলাদিও এই দলটির সাফল্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে দাঁড়াবেন। শুক্রবার মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা ২৩ সদস্যের বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেন।
 
মেক্সিকোর স্কোয়াড:
গোলকিপার: জেসাস করোনা (ক্রুজ আজুল), গুলারমো ওচোয়া (আজাসিও) ও আলফ্রেড তালাভেরা (তলুচা)।
 
ডিফেন্ডার: পল আগুইলার (আমেরিকা), মিগুয়েল লায়ান (আমেরিকা), ডিয়াগো রেয়েস (পোর্তো), রাফায়েল মার্কুয়েজ (লিও), ফ্রান্সিসকো রদ্রিগেজ (আমেরিকা), হেক্টর মোরেনো (এস্পানিওল), কার্লোস সালসিদো (টাইগার্স) ও আন্দ্রেস গুয়ারদাদো (বায়ার্ন লেভারকুসেন)।
 
মিডফিল্ডার: জুয়ান কার্লোস মেদিনা (আমেরিকা), জুয়ান ভাসকুয়েজ (লিও), আইজ্যাক ব্রিজুয়েলা (তলুচা), লুইস মনটেস (লিও), কার্লোস পেনা (লিও), মার্কো ফ্যাবিয়ান (ক্রুজ আজুল) ও হেক্টর হেরেরা (পোর্তো)।
 
ফরোয়ার্ড: রাউল জিমিনেজ (ম্যানইউ), অ্যালান পুলিডো (ম্যানইউ), হাভিয়ের হার্নান্দেজ (ম্যানইউ), জিওভানি দস সান্তোস (ভিয়ারিয়াল) ও ওরাইব পেরেলতা (সান্তোস

শেয়ার করুন