মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগানে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন রাজেশ (৩৫) , তার স্ত্রী মঞ্জু বেগম (২৮) ও তাদের আট বছরের শিশুকন্যা সীমা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত দম্পতি চা শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে তারা ওই পরিবারের সদস্যদের লাশ দেখতে পান। সেখানে ওই একটি বাড়িই ছিল। রাতে বৃষ্টির কারণে কোনো এক সময়ে পাহাড় ধসে তাদের মৃত্যু হয়েছে