কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩ : আহত-৩০

0
246
Print Friendly, PDF & Email

আশরাফুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরতলি বটতৈল আনছার ক্যাম্পের সামনে গত রাত সাড়ে ১২ টায় খুলনা থেকে কুষ্টিয়াগামী বিদু্যতের তারবাহী ট্রাকের সাথে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জ গামী উত্তরা পরিবহনের এর পেছনে এস ধাক্কা মারে ৷ এ সময় সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়৷ 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২ টার দিকে ট্রাক ও বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার এবং বাসের দুইজন যাত্রী নিহত হয়৷ এছাড়াও প্রায় ৩০ জন যাত্রী আহত হয়৷ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়োজিত ছিলেন৷ র্যাব, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এসময় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন৷ তিনি নিরাপদ সড়ক দাবি করেছেন৷ 

শেয়ার করুন