কুষ্টিয়ায় দুর্ঘটনায় নিহত ২

0
228
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া শহরতলীর বটতৈল আনসার ক্যাম্পের সামনে বাস ও ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের একজন হেলপার ও একজন যাত্রী। নিহত যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তার নাম রবিউল ইসলাম (২৫)।
রাতে একটি ট্রাক (খুলনা মেট্রো-ট ১১-০৩০৭) কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকা অভিমুখী একটি বাসকে (ঢাকা মেট্রো ব ১১-১৫৮৩) পিছন থেকে ধাক্কা দিলে ট্রাক ও বাস দুটিই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার মারা যান। এ সময় ১১ বাস যাত্রী আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে রবিউল ইসলাম মারা যান।

শেয়ার করুন