‘বিএনপি-জামায়াতসহ যে সব সুশীল সমাজ র্যাবের বিলুপ্তির কথা বলছেন তারা মূলত জঙ্গিবাদের দোসর। তারা চায় না দেশর আইনশৃঙ্খলা ভালো থাকুক’ বললেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শেখ রাসেল শিশু সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ও সুশীল সমাজ নারায়ণগঞ্জের ঘটনাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তদন্তকাজকে বাধাগ্রস্ত করতে চায়। আমি তাদের অনুরোধ করবো এটাকে নিয়ে জজমিয়ার নাটক সাজাবেন না। একটা বাহিনীর মধ্যে কিছু দুষ্ট লোক থাকতে পারে। এ জন্য পুরো বাহিনীকে দোষারোপ করা যাবে না।’
র্যাবের সফলতার কথা বলে কামরুল বলেন, ‘যে র্যাব বাহিনীকে নিয়ে অনেকে অনেক গুজব রটনা করছে। এ র্যাব জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসহ বেশ কিছু কাজ সফলতার সঙ্গে করেছে। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। সুতারাং একটা ঘটনার জন্য সবাইকে দোষারোপ করা যাবে না।’