আশরাফুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি : বঙ্গবন্ধুর আদর্শে গড়া মুক্তিযুদ্ধের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য জননেতা নেতা মাহবুব উল আলম হানিফ এর হাতে বারখাদা ইউনিয়ন বিএনপির পাঁচশত নেতা ক্র্মীকে সাথে নিয়ে আওয়ামীলীগে যোগদান করলেন বারখাদা ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জামাল উদ্দিন৷
গতকাল কুষ্টিয়া পৌর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর আয়োজনে জুগিয়া রাসত্মাপাড়া গোড়স্থান ঈদগাহ মাঠে যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া উন্নয়নের রম্নপকার জননেতা মাহবুব উল আলম হানিফ৷ প্রধান অতিথি বলেন, এই বাংলাদেশে যা অর্জন সব অর্জন বাংলাদেশ আওয়ামীলীগ করেছে৷ ৭৫’র পর এদেশে একটি অশুভ শক্তি ভর করেছিল আজ তাকেটে গেছে৷ বাংলাদেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ন৷ বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল আজ তা পূরন হয়েছে যা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কারনে৷ আজকে যুদ্ধাপরাধীদের বিচার শুরম্ন হয়েছে তারা কারা যারা ৭১ সালে এদেশের নিরীহ মানুষের উপর বর্বর নির্যাতন,অঙ্গিসংযোগ করেছিল৷ আপনারা দেখেছেন কয়েক মাস আগে আমাদের বিরোধীদল বিএনপি সাধারন মানুষের উপর কি ধরনের নির্যাতন চালিয়েছে৷ তারা কল্যানের রাজনীতি করে না৷ এটা বুঝতে পেরে যারা বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করছেন আমি মনে করি তাদের শভবুদ্ধির উদয় হয়েছে৷ আমি তাদের সাধুবাদ জানায়৷ এই কুষ্টিয়া জেলা আমার আমি চাই এ জেলার অবকাঠামো সহ সামাজিক উন্নয়ন ঘটাতে৷ আপনারা আমার সাথে থাকলে এই কুষ্টিয়া কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে পারবো৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, খোকশা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারন সম্পাদক মোমিনুর রহমান মমিজ, পৌর শহর আওয়ামীলীগের ১৪ নং ওয়ার্ডের সভাপতি চাষী আলাউদ্দিন, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন৷