চোখের ইশারায় চলবে মোবাইলের ভিডিও!

0
224
Print Friendly, PDF & Email

মোবাইল থেকে চোখ সরালেই বন্ধ হয়ে যাবে ভিডিও! কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। চোখের মণির ইশারাতে চলবে আপনার মোবাইলের ভিডিও, এ তথ্য ট্যুইটারের মাধ্যমে জানিয়েছে বিখ্যাত মোবাইল সংস্থা স্যামসং।

চোখের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে এই ফোনের স্ক্রীনকে। এই ফোনে ‘স্মার্ট পজ’ নামের একটি ফিচার রয়েছে যার সাহায্যে ব্যবহারকারীর চোখ মোবাইল থেকে সরলেই মোবাইলের ভিডিও নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। ‘স্মার্ট স্ক্রোল’ সফটওয়্যার ইমেল ও অন্যান্য ফিচার দেখার জন্য ব্যবহারকারীর চোখ ও হাতের কব্জিকে বিশ্লেষণ করে।

এছাড়াও এই ফোনের আরও এক চমৎকার বিষয় হল এটি একসঙ্গে দুটি ছবি তুলতে পারে।

শেয়ার করুন