পুরুষ ফুটবল দলের নারী কোচ

0
189
Print Friendly, PDF & Email

ফ্রান্সের একটি ফুটবল ক্লাব পুরুষ ফুটবল দলের জন্য নারী কোচ নিয়োগ দিল। সাবেক স্কাউট এই নারী কোচের নাম হেলেনা কোস্টা। তিনি ২০১২ সালে ইরান নারী ফুটবল দলের কোচ ছিলেন।

এর আগে ৩৬ বছর বয়সী পর্তুগীজ নারী কোস্টা বেনফিকা পুরুষ ইয়ুথ টিমেরও কোচের দায়িত্ব পালন করেন। সেল্টিক দলকে ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত স্কাউট প্রশিক্ষণ দেন কোস্টা। এছাড়া পর্তুগালের একটি পুরুষ দলকেও প্রশিক্ষণ দেন তিনি। তার নেতৃত্বে দলটি ২০০৬ সালে লিসবন রিজিওনাল চ্যাম্পিয়নশিপ অর্জন করে।

এ বিষয়ে সেল্টিকের এক কর্মকর্তা বলেন, ‘নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন কোস্টা। আশা করি দায়বদ্ধতা ও ত্যাগের মাধ্যমে নতুন দায়িত্বও ঠিকমতো পালন করবেন তিনি।’

শেয়ার করুন