‘ফিক্সিং সম্পর্কে খেলোয়াড়দের চোখ-কান খোলা রাখতে হবে’

0
134
Print Friendly, PDF & Email

ম্যাচ ও স্পট ফিক্সিং সম্পর্কে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সব সময় চোখ-কান খোলা রাখতে হবে। আহমেদাবাদে আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন রাজস্থান রয়্যালস’র উপদেষ্টা ও ভারতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় রাহুল দ্রাবিড়।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের [আইপিএল] চলতি সপ্তম আসরে এখন পর্যন্ত কোনো ধরনের ফিক্সিংয়ের ঘটনা ঘটেনি দেখে নিজের খুশির কথাও জানান দ্রাবিড়।

দ্রাবিড় বলেন, এটা ভালো যে এবার আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। তবে আমাদের সব খেলোয়াড় ও দলকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং চোখ-কান খোলা রাখতে হবে কারণ খেলাটিকে নষ্ট করার জন্য লোকজন রয়েছে।

আজ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে রাজস্থানের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচের প্রাক্কালেই এসব কথা বলেন দ্রাবিড়।

আইপিএলের গত আসর ম্যাচ ফিক্সিং দ্বারা কলঙ্কিত হয়েছিল। তখন ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে রাজস্থান রয়্যালস’র শ্রীশান্ত, অজিত চাণ্ডিলা ও আনকিত চাভান গ্রেফতার হয়েছিল।

শেয়ার করুন