রাজধানী’র শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে শহীদদের স্মরণে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, তারা বলেন, যে দিন এই দেশে আলেমদের রক্ত ঝড়েছে সেই দিন থেকেই দেশ বিষাক্ত হয়ে গেছে। আলেমদের রক্তের বিচার না হলে দেশ বিষমুক্ত হবে না। নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের গায়ে আলেম-ওলামা ও তাওহিদী জনতার রক্ত লেগে রয়েছে। সহজেই এ রক্ত মুছবে ফেলা যাবে না। গতবছর ৫ মে রাতের আঁধারে শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের নিরীহ তাওহিদী জনতার উপর সরকারের অমানবিক নৃশংস আক্রমণ ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে।
ইসলামী ঐক্যজোট
গতকাল সকাল ১০টায় লালবাগস্থ কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে ৬ মে শাহাদাতের সুদীর্ঘ অধ্যায় ‘বালাকোট থেকে শাপলা চত্বর’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, ৫ মে কালো রাতে শাপলা চত্বরে নামায ও জিকিররত মুসল্লিদের উপর অতর্কিত হামলা ছিলো ইতিহাসের জঘন্যতম হত্যাকা-। জালিমের জুলুম যে কত জঘন্য হতে পারে শাপলা চত্বর তার জ্বলন্ত সাক্ষী। এতে সভাপতিত্বে করেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা শেখ লোকমান হোসাইন, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতা মাওলানা নোমান মাজহারী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, মুফতী সাখাওয়াত হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন।
মুফতী ফয়জুল্লাহ বলেন- ইসলামকে বিজয়ী করার জন্যে, ইসলামী হুকুমত কায়েম করার জন্যে যুগে যুগে যারাই আন্দোলন-সংগ্রাম করেছেন, শুধু তারাই নির্যাতিত হয়েছেন। ইতিহাসে এমন ঘটনা নতুন নয়, ঐতিহাসিক কারবালা, ইংরেজ বিরোধী রেশমি রুমাল আন্দোলন, বালাকোট আন্দোলন থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রতিটি আন্দোলনেরই দীর্ঘ ধারাবাহিকতা রয়েছে।
সভা শেষে ৫ ও ৬ মে ঈমানী আন্দোলনে শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খেলাফত মজলিস
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বর্তমান সরকারের গায়ে আলেম-ওলামা ও তাওহিদী জনতার রক্ত লেগে রয়েছে। সহজেই এ রক্ত মুছবে ফেলা যাবে না। গতবছর ৫ মে রাতের আঁধারে শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের নিরীহ তাওহিদী জনতার উপর সরকারের অমানবিক নৃশংস আক্রমণ ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। ঐ হত্যাকা-ের জন্যে বর্তমান সরকারকে জাতি কখনো ক্ষমা করবে না। এখনো এ সরকার ও সরকারের বিভিন্ন বাহিনী বিরোধী দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে গুম, খুন, অপহরণ ও বিচারবহির্ভূতভাবে হত্যা অব্যাহত রেখেছে। ফলে দেশ আজ এক ভয়ানক আতংকের জনপদে পরিণত হয়েছে। দেশের মানুষ আজ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, মাওলানা শফিক উদ্দিন, শেখ গোলাম আসগর, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক এমকে জামান, মুহাম্মদ মুনতাসির আলী, মুক্তিযোদ্ধা শফিউল আলম, অধ্যাপক আবদুল হালিম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা নোমান মাজহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, আলহাজ আবু সালেহীন, আমিনুর রহমান ফিরোজ প্রমুখ।
সভায় বিগত ৫ মে শাপলা চত্বর ট্রাজেডিতে শাহাদৎ বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শাপলা চত্বরে সরকারী অভিযানের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও সারাদেশে আলেম-ওলামাদের নামে দায়েরকৃত সকল হয়রানীমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।