স্বেচ্ছাসেবক দল সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল মুক্তি পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। রাত সাড়ে নয়টার দিকে তিনি গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যান। খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সোহেল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এসময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ছাত্রবিষয়ক উপদেষ্টা শহিদ উদ্দিন এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মির শরাফত আলী শফু প্রমুখ।