দামুড়হুদার জয়রামপুর গ্রামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মন্টু মিয়া (৩০) জয়রামপুর গ্রামের নূর হোসেনের ছেলে। তিনি মাঠে স্যালো ইঞ্জিনের পাহারাদার হিসেবে কাজ করতেন।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মন্টু মিয়া মাঠ থেকে বাড়ি ফিরে আসে। রাতে ঘরের বারান্দায় মায়ের বিছানাতেই ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মন্টু মিয়াকে পেটে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে মন্টুর মায়ের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। তবে ঘাতকদের আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হবে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, রাতেই দামুড়হুদা থানা পুলিশ জয়রামপুর গ্রামে আসে। এসময় গ্রামবাসী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে।