জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপি এখন বুঝছে, নির্বাচন না করে তাঁরা ভুল করেছে। তাদের রাজনীতির কোন ভবিষ্যৎ নেই। আগামীতে নির্বাচন দিলে তাঁরা নির্বাচনে আসতে পারবেনা। কারণ আওয়ামীলীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজ মিলনায়তনে জেলা জাপা সহ উপজেলার জাপা নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং এক সংক্ষিপ্ত বক্তব্য দেন ।
বক্তব্যে তিনি বলেন, বিএনপির হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা নেই এবং সরকার বদলের ক্ষমতা নেই। কারণ আন্দোলন সংগ্রাম করে সরকার বদল করা যায়না। এ সরকারের আমলে সারাদেশে খুন ও গুম শুরু হয়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। কে কখন অপহরণের শিকার হয় এ আতঙ্কে মানুষ ঘুমাতে পারেনা। কাজেই অবিলম্বে সরকারের উচিৎ এসব অপরাধ কর্ম কঠোর হস্তে দমন করা।
তিনি বিএনপি’র সমালোচনা করে বলেন, তাঁরা জাতীয় পার্টির সাথে হাত মেলানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হওয়ায় দীর্ঘ ৩০ বছর পর তাকে মঞ্জুর হত্যার খুনি বলে অভিযুক্ত করছে।