না.গঞ্জ র্যা ব কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা আইনজীবীদের

0
172
Print Friendly, PDF & Email

আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী রবিবার নারায়ণগঞ্জে র‌্যাব-১১ কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ ঘোষণা দেন।

এছাড়া মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করেন। এরপর তারা আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলের পর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, প্রতীকী অনশন কর্মসূচিতে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনসহ দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা বৃহস্পতিবার সংহতি প্রকাশ করবেন। তিনি অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।নারায়ণগঞ্জ জেলা থেকে প্রত্যাহারকৃত ডিসি, এসপি ও র‌্যাবের সিইওর বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।

সমাবেশে বক্তব্য দেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, অ্যাডভোকেট আব্দুর রশিদ ও অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন