প্রতি মুহূর্তে তার ছবি চোখে ভাসে! কোন কিছু করার অনুপ্রেরণা সে। সেই মনের মানুষকে কতটুকু চেনের? ভালোলাগা থেকে ভালোবাসা জন্মানো মানুষকে ঠিক বোঝেন তো? চেনেন বা না চেনেন এখন আপনার প্রেমিকা কেমন তা জানতে কিছু প্রশ্ন আর তার উত্তর মিলিয়ে নিন
১. বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলে অ) আপনাকেও সঙ্গে নিয়ে যেতে চান আ) আপনাকে সঙ্গে নিতে পছনদ করলেও আপনার মতামতকে প্রাধান্য দেন। ই) বন্ধুদের সঙ্গে একাই দেখা করতে যাওয়া পছন্দ করেন।
২. জনসমক্ষে ভালোবাসার প্রকট প্রকাশ তিনি… অ) মনে করেন ভালোবাসা দেখানোর আদর্শ উপায় আ) শুধুমাত্র আপনার হাত ধরতেই ভালোবাসেন ই) একেবারেই পছন্দ করেন না।
৩. জন্মদিনের দিন আপনার প্রেমিকা… অ) অন্যান্য উপহারের পাশাপাশি টেডি বেয়ার এবং ফুল আশা করেন আপনার থেকে। আ) আপনি যা নিয়ে আসেন তাতেই খুশি হয়ে যান ই) নিজেই নিজের উপহার কিনতে পছন্দ করেন।
৪. আপনারা একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবলে অ) কোজি ছবি তোলার জন্যে জোর করেন বার বার। আ) আপনার সঙ্গে একান্তে থাকতে পেরেই খুশি। ই) আপনাকে নিজের মতো থাকতে দেন
৫. একসঙ্গে ছবি দেখতে যাওয়ার কথা হলে অ) ইমোশনাল ছবি দেখতেই বেশি পছন্দ করেন আ) রোম্যান্টিক ছবি দেখাই পছন্দ করেন, তবে আপনার মতামতকেও প্রাধান্য দেন ই) যেকোনো ভালো ছবি দেখতে পছন্দ করেন।
৬. কখনও ঝগড়া হলে… অ) কথার মাঝে তিনি কেঁদে ফেলেন আ) সঠিক কারণ দিয়ে কথা বলেন ই) মাঝপথেই সেখান থেকে উঠে চলে যান
‘অ’ সংখ্যায় বেশি হলে আপনার প্রেমিকা ‘হোপলেসলি’ রোম্যান্টিক! তিনি চান জীবনটা বই কিংবা পর্দায় দেখানো ছবির মতোই হবে। বাস্তবের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
‘আ’ সংখ্যায় বেশি হলে আপনার প্রেমিকা খুবই কেয়ারিং। তিনি সব সময় আপনার কথাই আগে ভাবেন। আপনার জন্যে চিন্তা করতে, আপনার খেয়াল রাখতেই তিনি বেশি পছন্দ করেন। এর সঙ্গে তিনি জীবনকে উপভোগ করতেও জানেন। ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পান তিনি।
‘ই’ সংখ্যায় বেশি হলে আপনার প্রেমিকা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। হয়তো মাঝে মাঝে তাকে দেখে ডিট্যাচড মনে হতে পারে। কিন্তু ভালোবাসায় দেখনদারীতে বিশ্বাস করেন না।
৭. ওকে ডিনারে নিয়ে যাওয়ার কথা বললে… অ) ক্যান্ডেল লাইট ডিনার ছাড়া অন্য কিছু পছন্দ করেন না। আ) জায়গা নিয়ে কোনো বাছবিচার নেই ই) উনিই ভেন্যু ঠিক করেন
৮. অ্যানিভার্সারিতে উপহারের ক্ষেত্রে… অ) ডায়মন্ডই বেশি পছন্দ করেন। নয়তো অন্য কোনো গয়না। আ) ডিনারের পর লং ড্রাইভে যেতে ভালোবাসেন। ই) কোনো জায়গায় বেড়াতে যেতে ভালোবাসেন। সূত্র: ওয়েবসাইট।