অদৃশ্য মানুষ লিও!

0
166
Print Friendly, PDF & Email

খোলা চোখে ধরাই পরে না তার শরীর। চাইলেই অদৃশ্য হয়ে যেতে পারেন তিনি! এই অদৃশ্য ব্যক্তির নাম লিও বোলিন।

অবশ্য অদৃশ্য হতে কোনো কালোজাদুর প্রয়োজন হয় না চীনের এ লোকটির। নিজের কারিশমাতেই রপ্ত করেছেন অভিনব পন্থা।

লিও বোলিন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর এবং ক্যামোফ্লেজ আর্টিস্ট। তুলি কলম এবং অন্য অনুসঙ্গের মাধ্যমে লিও মিশে যান পটভূমির সঙ্গে। কখনো বাগান, কখনো পর্দা, কোনো আবার কাঠের দরজায়।

এক কথায় লিও অবলীলায় মিশে যেতে পারেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। ইচ্ছে হলেই যতক্ষণ খুশি অদৃশ্য হয়ে থাকেন তিনি।

শেয়ার করুন