দেশব্যাপী সন্ত্রাস, গুম ও অপহরণ বন্ধে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দু-এক দিনের মধ্যে এ অভিযান শুরু হতে পারে। তবে আজ মধ্যরাত থেকে এ অভিযান শুরুর সম্ভাবনার কথাও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা’ কমিটির বৈঠকে বিশেষ অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৈঠক সূত্র জানান, দেশব্যাপী অপহরণ বন্ধ করা, নারায়ণগঞ্জে অপহরণ ও হত্যার বিষয়ে দ্রুত তদন্ত শেষ করা, নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে আইনপ্রয়োগকারী সংস্থার সম্পৃক্ততা খতিয়ে দেখা, দেশব্যাপী নানা অপ্রীতিকর ঘটনার সঙ্গে বিএনপির সম্পৃক্ততা সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র আরো জানান, নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল করা এবং পরবর্তীকালে তার সব অস্ত্র জব্দ করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু), স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁনসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
হত্যার চেষ্টার অভিযোগ আনলেন মিশরের প্রাক্তন সেনা প্রধান
মিরপুরের অপহরণ মামলার আসামি শিউলী গ্রেফতার
ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার সুয়ারেজ
ফের জুটিতে অমিতাভ-জয়া
বিষের তীর বুকে নিয়েই গান্ধী পরিবারকে ঝাড়লেন মোদি
দুই নৌকায় পা জামায়াতের
বৈধ অস্ত্রের শেষ নেই অবৈধের ছড়াছড়ি
সন্দেহের তীরে বিদ্ধ র্যাব
শাহাজালালে টয়লেট থেকে আট কেজি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
সাত খুনের সন্দেহভাজনদের ধরতে বরিশালে অভিযান
সকল সর্বশেষ খবর »
এই পাতার আরো খবর
শুরু হচ্ছে বিশেষ অভিযান!
রোহিঙ্গা ঠেকাতে সীমান্তের ১৪ এলাকায় ইসির রেড এলার্ট
নূর ও তার সহযোগীদের ১১ অস্ত্রের লাইসেন্স বাতিল
‘অপহরণ- খুনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় নয়’
র্যাবের বিরুদ্ধে অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ
নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডে র্যাবের সম্পৃক্ততা খতিয়ে দেখতে তদন্ত কমিটি
‘খালেদা খাওয়া-দাওয়া করে অনশন ভাঙাতে এসেছেন’
বাংলাদেশি কূটনীতিকদের সার্বিয়ার ভিসা লাগবে না
স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা
‘হত্যাকাণ্ডগুলো অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণ’