নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে : শফী

0
174
Print Friendly, PDF & Email

হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ আহমদ শফী বলেছেন, ‘আমরা কোনো দলের বিরুদ্ধে আন্দোলন করছি না। গত বছরের ৫ মে শাপলা চত্বরে আমাদের অবস্থান ছিল নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের হেফাজতে। এ আন্দোলন অব্যাহত থাকবে।’

সোমবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে গত বছর ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংগঠনের হতাহত নেতা-কর্মীদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই মাহফিলের আয়োজন করে আল আমানাহ ফাউন্ডেশন।

৫ মে ঢাকার শাপলা চত্বরে অনেক আলেম-ওলামা শহীদ হয়েছেন উল্লেখ করে আল্লামা শফী বলেন, ‘আমরা আল্লাহর দ্বীনের কথা চিন্তা করে সেদিন শাপলা চত্বরে গিয়েছিলাম। কিন্তু একটি চক্র বিভ্রান্তি ছড়িয়ে আমাদের ওপর বর্বর হামলা চালিয়েছে। হাসিনাকে কোনো দিন আমরা গালি দিইনি। বিএনপিকেও দিইনি। কোনো দলের সঙ্গে আমাদের শত্রুতা নেই। সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব রয়েছে। যদি বন্ধুত্ব না থাকত, তাহলে সব দলের সহযোগিতায় মসজিদ-মাদ্রাসা করা যেত না।’

মাহফিলের প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের মহাসচিব জোনায়েদ বাবুনগরী বলেন, শাপলা চত্বরে জিকির ও নামাজরত আলেম-ওলামা, ছাত্র-যুবকদের ওপর ১০ হাজার র‌্যাব-পুলিশ দিয়ে নির্বিচারে গুলি করা হয়েছে। হেফাজতের ১৩ দফা দাবি স্বাধীনতাবিরোধী দাবি নয়, ক্ষমতা থেকে কাউকে নামানো-বসানোর দাবি নয়। ইসলামের হেফাজতে নাস্তিকদের বিরুদ্ধে এই আন্দোলন। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’

হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল খান, মুফতি সিরাজ উল্লাহ, মাওলানা আব্দুল সমির প্রমুখ।

শেয়ার করুন