বিদায় জার্গেনসেন

0
159
Print Friendly, PDF & Email

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ শেন জার্গেনসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার বিসিবির এক বোর্ড সভা শেষে এ পদত্যাগপত্র গ্রহণ করা হয়। ফলে ভারতের বিপক্ষে হোম সিরিজেও থাকবেন না এই কোচ। সোমবার জার্গেনসেন তার পদত্যাগের সিদ্ধান্তের কথা পাকাপাকিভাবে বিসিবিকে জানান। এরপরই বিকালে বিসিবি জরুরী বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে বিকাল ৫টায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

সভা শেষে কোচের বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘আমরা চেয়েছিলাম জার্গেনসেন ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্বে থেকবে। কিন্ত তিনি যেহেতু অপরাগতা প্রকাশ করেছেন তাই তাকে আর রেখে কি লাভ? তার চেয়ে বরং আগেই তাকে বিদায় দেয়া জাতীয় দলের জন্য ভালো হবে।’

বিসিবির অনুমতি পেলে শেন জার্গেনসেন জুনে ভারত সিরিজ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু বিসিবি তাকে মাত্র কয়েকদিনের জন্য রাখতে রাজি নয়। এ বিষয়ে পাপন বলেন, ‘জুনে ভারত সিরিজ পর্যন্ত জার্গেনসেন থাকতে চেয়েছিলেন। কিন্তু তিনি যেহেতু ভারত সিরিজের পর আর থাকবেন না তাই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাকে এখনই বিদায় দেয়া ক্রিকেটারদের জন্য ভালো। তাই জুনে ভারত সিরিজে আমাদের দেশী কোন কোচ জাতীয় দলের দায়িত্ব পালন করবে।’

কি সমস্যার কারণে তিনি পদত্যাগ করেছেন এমন প্রশ্নের জবাবে পাপন বলেন,‘আমি সোমবার দীর্ঘক্ষণ জার্গেনসেনের সঙ্গে কথা বলেছি। তার সমস্যাগুলো শুনতে চেয়েছি। আসলে কি কারণে থাকতে চাইছেন না। কিন্তু সে বড় কোন সমস্যার কথা বলেনি। ছোট ছোট কিছু সমস্যার কথা বলেছে যেগুলো আসলে কোন সমস্যাই নয়। তাছাড়া তিনি চাইছেন তার নিজের দেশের স্থানীয় কোন কোচের চাকরি। যাতে করে নিজের পরিবারের কাছেই সবসময় থাকা যায়।’

২০১৫ সালের বিশ্বকাপের আগে জাতীয় দলের কোচ নিয়ে তিনি বলেন,‘আপাততঃ ভারত সিরিজে দেশের কোচ দিয়ে চলবে। আর আমরা ইতিমধ্যে জাতীয় দলের জন্য কোচ খুজতে শুরু করেছি। পাঁচ ছয় জনের সঙ্গে কথা হচ্ছে। আমরা আরও ভালো কোচ চাইছি। তবে চাইলেই তো পাওয়া যায় না। তাই আগে থেকেই যোগাযোগ করার চেষ্টা চলছে। কোচের জন্য ৫ সদস্যর কমিটি গঠন করা হয়েছে যারা কোচ খুঁজছেন। তবে আমরা আশা করছি বিশ্বকাপের আগেই ভালো কোচ নিয়োগ দিতে পারবো।’

কোচ নিয়োগ সংক্রান্ত কমিটিতে রয়েছেন- আকরাম খান, জালাল ইউনুস,খালেদ মাহমুদ সুজন ও নাইমুর রহমান দূর্জয় ও সাজ্জাদুল আলম ববি। এছাড়া পাপন বলেন,‘সভায় টিভি স্বত্ব বিক্রি ছাড়াও ২০১৯ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বাংলাদেশে হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে। এবং ২০১৯ সালের বিশ্বকাপের আগেই ২০১৮ সালে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলো যে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তা নিয়েও আলোচনা হয়।’

শেয়ার করুন