৫ মে: জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, একটি রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সেই রাষ্ট্রের মানবাধিকার হুমকির মুখে পড়ে । সমপ্রতি দেশে ঘটে যাওয়া অপহরণ, গুম ও হত্যাকান্ড এই অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণ।
সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
ড. মিজান জানান, সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করার সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এক-ই সাথে কাউকে গ্রেফতার করতে হলে যারা যাবেন তাদের পরিচয়পত্র দেখানো। স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে কমপক্ষে দুজনকে সাক্ষী রেখে গ্রেফতার করার জন্য সরকারকে সুপারিশ জানিয়েছে সংস্থটি।
জাতীয় মানবাধিকার কমিশনকে একটি সুপারিশমূলক প্রতিষ্ঠান উল্লেখ করে ড. মিজান বলেন, তাই আমরা একটি আধাসরকারি পত্রের মাধ্যমে রাষ্ট্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কিছু সুপারিশ করেছি। প্রয়োজনে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট সুপারিশ করা হবে এবং আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু নির্দেশাবলি প্রদান করা হবে।
জাতীয় মানবাধিকার কমিশনের করা এসব সুপারিশের মধ্যে দু-একটি কার্যকর হয়েছে বলেও দাবি করেন তিনি।