ক্রোমে আর ইউআরএল থাকছে না!

0
188
Print Friendly, PDF & Email

আমরা যাকে ওয়েব অ্যাড্রেস বলি সেই ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএলকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেছে গুগল। গুগলের জনপ্রিয় ক্রোম ব্রাউজারের নতুন আপডেটে এই পরিবর্তন আসতে পারে।

ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটে ওয়েব অ্যাড্রেস বা ইউআরএলটি একটি বাটন আকারে প্রদর্শিত হচ্ছে। অ্যাড্রেস বার বা অমনিবক্সটিতে অবশ্য ওয়েবসাইটের নাম বা কোনো সার্চ কোয়ারি লিখে তা সার্চ করার সুবিধা থাকবে।কোনো পাঠক যদি কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের একটি লেখা পড়েন তারা তখন পুরো লিংকের পরিবর্তে শুধু ওই সাইটের ওয়েব অ্যাড্রেস দেখবেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইউআরএল সম্পাদনা বা কপি করতে তারা ওয়েবসাইট লিংকটিতে ক্লিক করতে বা কিবোর্ড শটকার্ট হিসেবে কন্ট্রোল এল ব্যবহার করতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগলের ক্রোম ব্রাউজারের এই আপডেটকে বলা হবে অরিজিন চিপ যা ক্রোম ৩৬ সংস্করণে ব্যবহার করা হবে। জুলাই মাসে এই সংস্করণটি উন্মুক্ত করা হতে পারে। বর্তমানে ক্রোম ব্রাউজারের ৩৪ তম সংস্করণ চলছে। আগামী মাসে এর পরবর্তী সংস্করণটি আসবে।

নতুন পরিবর্তন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি গুগল।

শেয়ার করুন