কোঁকড়া চুলের যত্ন

0
188
Print Friendly, PDF & Email

চুলে নিয়মিত মধু ব্যবহার করলে রুক্ষতা দূর করে চুলকে করে তোলে মসৃণ, একইসঙ্গে চুলের আর্দ্রতা রক্ষা করে। কোঁকড়া চুলে মধু দিলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় ।
যেভাবে চুলে মধু লাগাবেন:

সপ্তাহে দুইদিন ১ টেবিল চামচ মধুর সঙ্গে ১ টি ডিম ভালোমতো মিশিয়ে চুলে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এতে চুল মসৃণ হবে।

চুলের রুক্ষতা দূর করতে সপ্তাহে একদিন পাকা কলা হাত দিয়ে চটকে তাতে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ফেলুন।

সপ্তাহে দুইদিন আধা কাপ চটকানো পাকা পেঁপের সঙ্গে ১টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ টকদই মিশিয়ে পেস্ট করে চুলে লাগিলে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে চুল তার প্রয়োজনীয় পুষ্টি পাবে।

শেয়ার করুন