মানুষের মস্তিষ্ক এক বড় রহস্য। জানা যায়নি এখনো তার পুরো গতিবিধি কিংবা কার্যক্রম। এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার দিয়েও তা নিরূপণ করা যায়নি। কিন্তু এবার মস্তিষ্কের সেই গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন একটি বিশেষ যন্ত্র (সার্কিট), যা সাধারণ কম্পিউটারের চেয়ে নয় হাজার গুণ বেশি গতিশীল।
মানবমস্তিষ্কের আদলে নিউরোগ্রিড নামের এই সার্কিট বোর্ড তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। এটি তৈরিতে নেতৃত্ব দেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জৈবপ্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক কওয়াবেনা বোয়াহেন।
লাইভসায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে গবেষকেরা বলছেন, নিউরোগ্রিড মানুষের মস্তিষ্কের ১০ লাখ স্নায়ুকোষ ও কয়েক শ কোটি স্নায়ুকোষ সংযুক্তকারী কোষের (সাইন্যাপস) সমান কাজ করতে পারে। একটি আইপ্যাডের সমান নিউরোগ্রিড সার্কিট বোর্ডে বসানো হয়েছে বিশেষভাবে তৈরি ১৬টি অতিক্ষুদ্র বৈদ্যুতিক যন্ত্র (নিউরোকোর চিপ)। এটি তৈরির খরচ সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করা হয়। তার পরও চার হাজার মার্কিন ডলার ব্যয় হয়েছে। এখন আরও কম খরচে এই সার্কিট তৈরির চেষ্টা করছেন গবেষকেরা।
কওয়াবেনা বোয়াহেন বলেন, মানবমস্তিষ্কে নিউরোগ্রিডের চেয়ে ৮০ হাজার গুণ বেশি স্নায়ুকোষ থাকে। কিন্তু কাজের জন্য এত স্নায়ুকোষ প্রয়োজন হয় না।
কওয়াবেনা আরও বলেন, মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা জানতে তাঁদের তৈরি সার্কিট বোর্ডটি সহায়ক হবে। এ ছাড়া এটি কম্পিউটার ও রোবট-প্রযুক্তির উন্নতিতেও কাজে লাগবে। ইনডিপেনডেন্ট।