ট্রানসেন্ডের দ্রুতগতির পেনড্রাইভ বাজারে

0
127
Print Friendly, PDF & Email

ট্রানসেন্ডের জেটফ্লাশ-৭৫০ মডেলের একটি পেনড্রাইভ বাজারে এসেছে। দ্রুতগতির ইউএসবি ৩.০ ইন্টারফেস ও মাল্টিলেভেল সেল এনএএনডি ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই পেনড্রাইভটি। ট্রানসেন্ডের দাবি, দ্রুতগতিতে তথ্য স্থানান্তরের পাশাপাশি পেনড্রাইভটি নকশার দিক থেকেও উন্নত। এতে ফ্যাশন ও প্রযুক্তির সমন্বয় করা হয়েছে।

ইউএসবি থ্রি পোর্ট সমর্থিত পাতলা গড়নের এই পেনড্রাইভ দেশের বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। বিপণনকারী প্রতিষ্ঠানটির দাবি, মাত্র ১০ গ্রাম ওজনের ট্রানসেন্ড জেটফ্লাশ-৭৫০ মডেলটি সেকেন্ডে ১৩০ মেগাবাইট ডাটা পড়তে এবং ১৫ মেগাবাইট ডাটা লিখতে পারে। ১৬জিবি এবং ৩২জিবি মডেলে বাজারে পাওয়া যাচ্ছে এই পেনড্রাইভ। ১৬ জিবির দাম এক হাজার ১০০ টাকা এবং ৩২ জিবির দাম এক হাজার ৬০০ টাকা।

শেয়ার করুন