ভালুকায় দোকানের গোডাউনে ৭০টি কালী গোখরা সাপ

0
270
Print Friendly, PDF & Email

য়মনসিংহের ভালুকায় ৪ মে রোববার সকালে ভালুকা পৌর সদরের হক সুপার মার্কেটের সার্বির এন্টারপ্রাইজের গোডাউন থেকে জীবন্ত ৭০টি বিষাক্ত কালী গোখরা সাপের বাঁচ্চা উদ্ধার করা হয়েছে।

দোকান মালিক আজিজুল হক জানান, গত ২/৩দিন পূর্বে ওই দোকানের গোডাউন থেকে মালভর্তি কাটুন খোলে একটি কালী গোখরা সাপের বাঁচ্চা দেখতে পায়। পরবর্তীতে প্রায় প্রতিদিনই বিভিন্ন কাটুন থেকে সাপের বাঁচ্চা বের হতে থাকলে ঘটনার দিন দুপুরে ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের সর্প ওঝা আফতাব উদ্দিনকে খবর দেয়া হয়। পরে ওই গোডাউনের বিভিন্ন স্থান থেকে ৭০টি বিষাক্ত কালী গোখরা সাপের বাঁচ্চা উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শতশত লোক সাপের বাঁচ্চা দেখতে ওই দোকানে ভিড় জমায়।

সাপের ওঝা আফতাব উদ্দিন জানান, বিষাক্ত ওই বাচ্চাগুলো কালী ঘোখরা সাপের এবং ওই বাচ্চা সাপের দংশনেই মানুষ মারা যেতে পারে। আফতাব উদ্দিনের ধারণা ওই গোডাউনে আরও সাপের বাচ্চা থাকতে পারে।

শেয়ার করুন