জধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ভবনের ৮ম তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
রোববার বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার এসআই ফরমান আলী বিষয়টি নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ভবনের ৮ম তলা থেকে ওই ব্যক্তি লাফ দিয়ে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।