ঢাকায় আসছেন অলকানন্দা রায়

0
150
Print Friendly, PDF & Email

ঢাকায় আসছেন ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী অলকানন্দা রায়। তবে কোন নৃত্যানুষ্ঠানে পারফর্ম করতে নয়। ্তুঋড়ৎমড়ঃঃবহ ুড়ঁ… চধঃযধিুং ভড়ৎ জবযধনরষরঃধঃরড়হ ড়ভ চৎরংড়হবৎং্থ শীর্ষক একটি ওয়ার্কশপে মূল বক্তা হিসেবে অংশ নিতে। ওয়ার্কশপটি হবে আগামী ৬ ও ৭ই মে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপ উদ্বোধন করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়ার সচিব সিকিউকে মোশতাক আহমদ। ওয়ার্কশপে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের পদস্থ প্রতিনিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, আইন ও বিচার বিভাগ, মাদক নিয়ন্ত্রণ দপ্তর, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং যুব উন্নয়ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন। উল্লেখ্য, অলকানন্দা রায় নৃত্যের পাশাপাশি অভিনয়ও করেন। তিনি মিস ক্যালকাটা ও মিস ইন্ডিয়া প্রথম রানারআপ। বরেণ্য নৃত্যশিল্পী সংযুক্তা পাণিগ্রাহীর ছাত্রী তিনি। নিজেও এখন নাচের শিক্ষক এবং কোরিওগ্রাফার। একজন সমাজকর্মী হিসেবে ব্যাপক সুখ্যাতি রয়েছে তার। তিনি নৃত্য থেরাপির মাধ্যমে কারাবন্দিদের মানসিক ভারসাম্য রক্ষার্থে সহায়তা করে থাকেন

শেয়ার করুন