যশোরে ছিনতাইকারী আটকের অভিযানের সময় পুলিশের গুলিতে দু’জন আহত হয়ে ধরা পড়েছে। আটক ছিনতাইকারীরা হলো শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকার করিমুল ইসলামের ছেলে আরিফ ও আবদুর রবের ছেলে রানা। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে যশোর-নড়াইল সড়কের একটি ফিলিং স্টেশনের মালিককে কুপিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছিল।
কোতোয়ালি থানা সূত্র জানায়, শনিবার দুপুর ২টার দিকে যশোর-নড়াইল সড়কে সদর উপজেলার ভায়না-তারাগঞ্জ সরদার ফিলিং স্টেশনের মালিক মাসুদুর রহমানকে কুপিয়ে তার ডিসকভারি মোটরসাইকেলটি (যশোর হ-১১-২৯৪৫) ছিনিয়ে নেয় তারা। পুলিশ গোপন সূত্রে জানতে পারে, ওই ছিনতাইকারীরা যশোর শহরতলীর বাহাদুরপুর রজনীগন্ধা ফিলিং স্টেশনের কাছে লুকিয়ে আছে। তাদের ধরতে পুলিশ সেখানে অভিযান চালালে তারা চারটি বোমা ছুড়ে মারে। এতে কনস্টেবল রফিকুল ইসলাম আহত হন। ওই সময় পুলিশ চার রাউন্ড গুলি ছুড়লে আরিফ ও রানা পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসময় তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে চারটি বোমা ও দুটি ডেগার উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের কাছ থেকে মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। আহত দুই ছিনতাইকারীকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।