গুম-খুন-অপরহণের প্রতিবাদ এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কাল রবিবার সারাদেশে গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবে সংহতি প্রকাশ করে গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।
একই সঙ্গে পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি সারাদেশে সকাল ৯ থেকে ৫ পর্যন্ত পালন করবে বিএনপির সব অঙ্গসংগঠন ।
শনিবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ, গত ২৮ এপ্রিল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাষ্ট্রীয় সহযোগিতায় দেশে গুম ও অপহরণ সংঘঠিত হচ্ছে। গুম ও অপহরণের সাথে রাষ্ট্রীয় বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের ছাত্রলীগ ও যুব লীগের সন্ত্রাসীরাও জড়িত।
রিজভী বলেন, সরকারের মন্ত্রী-এমপির বক্তব্যে শুনে মনে হয়, দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য তারাই দায়ী এবং তাদের বক্তব্যে শুনে মনে হয় দেশের নৈরাজ্য দুর হোক তারা সেটা চান না।