নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া ওই মামলার প্রধান আসামি নূর হোসেনের বাসা থেকে একটি মাইক্রোবাস জব্দ করেছে করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “গ্রেপ্তার করা তিন জনের নাম মামলায় উল্লেখ না থাকলেও তাদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে নূর হোসেনের বাড়ি থেকে যে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে তা সন্দেহজনক। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিনের সদস্যদের খবর দেয়া হয়েছে।”
এদিকে অপহরণের পর হত্যার শিকার আইনজীবী চন্দন সরকারের ব্যবহৃত মোবাইলটি ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
তিনি বলেন, “সেটি গত কয়েকদিন ব্যবহার করা হয়েছে।”
এর আগে শনিবার সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নূরের বাসায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নজরুল অপহরণের পরপরই স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।
পুলিশ সুপার জানিয়েছেন, তাদের কাছে খবর ছিল ওই বাড়িতে গোপন বৈঠক চলছে, তাই অভিযান চালানো হয়েছে।