সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নিহত

0
203
Print Friendly, PDF & Email

চট্টগ্রাম নগরীর বন্দর থানার কাস্টমস ব্রিজের নিচে কার্ভাড ভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাইছারা গ্রামের দুদুমিয়ার ছেলে। সে নগরীর পাঁচলাইশ থানার পুরাতন ওয়াপদা অফিস এলাকার এম সিরাজের বাড়িতে থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক আবুল বাশার বলেন, ‘ভোর ৫টার দিকে কাস্টমস ব্রিজের নিচে একটি কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সিএনজি অটোরিকশা চালক দেলোয়ার। তাকে পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সকাল ৮টার দিকে ২৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শেয়ার করুন