অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর যাত্রার মাঠে হামলা আহত ৩০

0
358
Print Friendly, PDF & Email

মৌলভীবাজারে সদর উপজেলার সাধুহাটি এলাকায় যাত্রার নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদে উলঙ্গ নৃত্যের মাঠে হামলায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১২ টার দিকে এলাকাবাসী হামলা করে যাত্রা পেন্ডেল ভাংচুর করে। এসময় উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতরা হলেন যাত্রার দলের সদস্য প্রভাবশালী মুকিদ মিয়া (৩৫), মনসুর মিয়া(৩৫), শাহিদ মিয়া(২৮), ওমর মিয়া(৩৫), মুজাহিদ মিয়া (২৮), মমিন মিয়া(৩০), মুজিব মিয়া(৩৫) আওয়াল মিয়া (৩০) ও মানুর মিয়া(৩৫) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করা হয়েছে। অপর পক্ষ এলাকাবাসী প্রভাবশালীদের আক্রমনের ভয়ে চিকিৎসা নিতে মৌলভীবাজার হাসপাতালে আসতে না পারায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে গুরুত্বর আহত ২ জন হলেন শাহেদ ও মুজিব বাকিদের নাম জানা যায়নি। সম্প্রতি এলাকাবাসী জেলার কয়েকটি স্থানে যাত্রার নামে জুয়া, উলঙ্গ নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেলে প্রশাসন তা বন্ধ করে দেয়। কয়েকদিন বন্ধ থাকার পর শুক্রবার যাত্রার নামে পূনরায় জুয়া, উলঙ্গ নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ চালু করলে এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে এই হামলা চালায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন