গাইাবান্ধা সংবাদদাতা:গাইবান্ধার সাঘাটা উপজেলার ফুটানি বাজারে পানিতে ডুবে সুমনা (৯)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে ডুবে যাওয়া শিশু টিনাকে জীবিত উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার বিকাল ৫টায় উপজেলার বোনারপাড়া ফুটানি বাজারে তিনডোবাদহের পানিতে সবার অজান্তে গোসল করতে যায় পশ্চিম শিমুল তাইর গ্রামের বাপ্পি মিয়ার মেয়ে সুমনা ও বাবু মিয়ার মেয়ে টিনা। পানিতে নেমে তারা দুজই ডুবে যায়।
লোকজন টের পেয়ে ডোবা থেকে সুমনা মৃতদেহ উদ্ধার করে। অজ্ঞান অবস্থায় শিশু টিনাকে উদ্ধার করে স্থানীয় সবুজ বাংলা হাসাপাতালে ভর্তি করা হলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষষয়টি নিশ্চিত করেন।