ভারতের অসমের কোকড়াঝাড় ও বাকসা জেলায় বোড়ো উপজাতীয় সন্ত্রাসীদের হামলায় নারী-শিশুসহ ১০ মুসলমান নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কোকড়াঝাড়ের তুলসিবিল গ্রামে হঠাৎ করে গুলিবর্ষণ শুরু করে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডের দুষ্কৃতিকারীরা। এতে দুই শিশু ও চার নারীসহ সাতজন নিহত হন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা বাকসা জেলার আনন্দ বাজার এলাকায় কয়েক রাউণ্ড গুলি চালায় বোড়ো সন্ত্রাসীরা। এতে একই পরিবারের দুই নারীসহ তিনজন নিহত হন। পরিবারের এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকার ওই দু’টি ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠিয়েছে। এছাড়া, পুলিশ সন্ত্রাসীদের খোঁজে ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি শুরু করেছে।
২০১২ সালের আগস্টে অসমের কোকড়াঝাড়ে বোড়ো উপজাতি ও বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের মধ্যকার সাম্প্রদায়িক দাঙ্গায় একশ’র বেশি মানুষ নিহত হন – যাদের অধিকাংশই মুসলমান। এছাড়া, মুসলমানদের কয়েক হাজার ঘরবাড়ি ভস্মীভূত হয়।