বি-৫২ বিমানের আধুনিকায়নে খরচ হবে ১১০ কোটি ডলার

0
191
Print Friendly, PDF & Email

বি ৫২ বোমারু বিমানের আধুনিকায়নের জন্য ১১০ কোটি ডলার খরচ করবে মার্কিন সেনাবাহিনী। জঙ্গি বিমানটির দক্ষতা বাড়ানোর পাশাপাশি আগের চেয়ে সহজে লক্ষ্যবস্তু সম্পর্কে জটিল তথ্য আদান-প্রদানের ব্যবস্থা রাখার লক্ষ্যে এ অর্থ খরচ করা হবে।

B 52মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি বৃহস্পতিবার জানিয়েছে, এ প্রকল্পের নাম দেয়া হয়েছে কমব্যাট নেটওয়ার্ক কমিউনিকেশন টেকনোলজি বা সিওএনইসিটি।

এ জঙ্গি বিমানের পুরনো কন্ট্রোল প্যানেল বদলে সেখানে ডিজিটাল ওয়ার্ক স্টেশন বসানো হবে এবং সফটওয়্যার আপগ্রেড করা হবে। এ ছাড়া, আধুনিক রেডিও এবং কম্পিউটার সার্ভারেও উন্নয়ন করা হবে। এ কাজের দায়িত্বে নিয়োজিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফ্রেড স্টোস।

১৯৬২ সালে শেষ দফা বি-৫২ বোমারু বিমান উৎপাদন করা হয়েছে এবং ২০৪০ সাল পর্যন্ত এ বিমান ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রথম আধুনিকীকরণ বি-৫২ বোমারু বিমানটি গত ২১ এপ্রিল আমেরিকার বার্কডেল বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এ ছাড়া, আগামী কয়েক বছরে এ ধরনের আরো বহু বি-৫২ বিমানের আধুনিকায়ন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন