সমাবেশ নিষিদ্ধ করে বাকৃবিতে ক্লাস শুরুর সিদ্ধান্ত

0
162
Print Friendly, PDF & Email

ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

ছাত্রলীগের অন্তর্কোন্দলে সংগঠনের নেতা ও মৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ নিহত হওয়ার পর খুনিদের বিচার দাবিতে চলমান ছাত্র আন্দোলনে প্রায় এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক আমিনুর রহমান চৌধুরী বলেন, দুপুরে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

“বৈঠকে আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা শুরু করার এবং প্রশাসন ও অনুষদ ভবনের সামনে সব ধরনের অবস্থান এবং সভা, সমাবেশ ও মিছিল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।”

এছাড়া সায়াদ হত্যাকাণ্ড দ্রুত বিচার আইনে বিচারের ব্যবস্থা করতে উদ্যোগ নেয়ার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইদ্রিস মিয়া, অধ্যাপক শামসুল আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সুভাষ চন্দ্র চক্রবর্তী, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১ এপ্রিল সায়াদ নিহত হওয়ার পর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শেয়ার করুন